মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আশুলিয়ার সিটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে।
রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলে ৭ ঘণ্টা ধরে। রাতভর এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। সোমবার সকালে সংঘর্ষ থামলেও থমথমে অবস্থা ছিল সাভারের আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এলাকায়। সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সংঘর্ষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দুটির সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আতঙ্কে হল ছাড়তে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। এ অবস্থায় সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্ষমা প্রদর্শনের পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা।
এদিকে সিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আবু জায়েদ দাবি করেন, ‘ঘটনা পূর্বপরিকল্পিত না হলে এমন নৃশংসতা চালানো সম্ভব হতো না।’