ইসমাঈল আযহার
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় এবার কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের নতুন অভিযোগ আনা হয়েছে।

রাহুল-সোনিয়াসহ ৬ জনের বিরুদ্ধে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখার নতুন এফআইআরে (প্রাথমিক অভিযোগ পত্র) এ অভিযোগ আনা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

অভিযোগ পত্রে দুই গান্ধী, স্যাম পিত্রোদা ও আরও তিনজন এবং তিনটি কোম্পানি- অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল), ইয়ং ইন্ডিয়ান ও ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের নাম এসেছে।

অধুনা-বিলুপ্ত খবরের কাগজ ন্যাশনাল হেরাল্ডের মালিক প্রতিষ্ঠান এজেএলের নিয়ন্ত্রণ নিতে চক্রান্ত হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে।

এফআইআরে বলা হচ্ছে, কলকাতাভিত্তিক কথিত শেল কোম্পানি ডটেক্স মার্চেন্ডাইজ অলাভজনক কোম্পানি ইয়ং ইন্ডিয়ানকে ১ কোটি রুপি দিয়েছিল। কংগ্রেসের দুই নেতা রাহুল ও সোনিয়া এই ইয়ং ইন্ডিয়ান কোম্পানির ৭৬ শতাংশ শেয়ারের মালিক।

এই লেনদেনের সাহায্যে ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসকে মাত্র ৫০ লাখ রুপি দিয়েই আনুমানিক ২ হাজার কোটি রুপির সম্পদের মালিক এজেএলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

আর্থিক অপরাধ তদন্তের দায়িত্বে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এক অভিযোগের ভিত্তিতে গত ৩ অক্টোবরের এই এফআইআর দায়ের করা হয়। ইডি তাদের তদন্ত প্রতিবেদন দিল্লি পুলিশকে দিয়েছিল।

ভারতের অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) ধারা ৬৬ (২) অনুযায়ী, ইডি যে কোনো সংস্থাকে কোনো সম্ভাব্য অপরাধ নিয়ে তদন্ত ও অভিযোগ দায়ের করতে নির্দেশ দিতে পারে।

দিল্লির আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় সিদ্ধান্ত ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার একদিন পর এই এফআইআরটি সামনে আসে।

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সোনিয়া ও রাহুল গান্ধী এজেএলের নিয়ন্ত্রণ নিয়েছেন এমন অভিযোগ এনে ২০১২ সালে বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী স্থানীয় আদালতে মামলা করে দেন। এই এজেএল-ই ন্যাশনাল হেরাল্ড প্রকাশ করতো, ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু ও অন্য স্বাধীনতা সংগ্রামীরা মিলে যে খবরের কাগজটি প্রতিষ্ঠা করেছিলেন।

অর্থনৈতিক দৈন্যদশায় ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ড বন্ধ হয়ে যায়। সেসময় এর মালিক কোম্পানির অপরিশোধিত ঋণ ছিল ৯০ কোটি রুপি। এজেএলকে সঙ্কট থেকে বের করতে কংগ্রেস তাদেরকে ৯০ কোটি রুপি ধার দেয়, যা ১০ বছরে ১০০ কিস্তিতে পরিশোধযোগ্য।

কিন্তু কংগ্রেস বলছে, ন্যাশনাল হেরাল্ড কিংবা এজেএল তাদের ওই ঋণ পরিশোধ করতে পারছিল না। সে কারণে ওই ঋণকে ইকুইটি শেয়ারে রূপান্তর করা হয়। কিন্তু দল হিসেবে কংগ্রেস যেহেতু সেই ইকুইটি শেয়ার রাখতে পারে না, তাই তারা সেই শেয়ারগুলো ২০১০ সালে নিবন্ধিত অলাভজনক কোম্পানি ইয়ং ইন্ডিয়ানকে হস্তান্তর করে।

এই ইয়ং ইন্ডিয়ান কোম্পানিতে রাহুল ও সোনিয়া গান্ধী দুজনেরই ৩৮ শতাংশ করে শেয়ার আছে, বাকি শেয়ারের মালিক মতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, স্যাম পিত্রোদা ও সুমন দুবে।

ওই ইকুইটি শেয়ারের মাধ্যমে ইয়ং ইন্ডিয়ান এজেএলের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিকানা পেয়ে যায়, সেই সুবাধে এজেএলের পরিচালক পদে চলে আসেন দুই কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

ন্যাশনাল হেরাল্ডের মালিক কোম্পানি এজেএল অধিগ্রহণ নিয়ে ইডি দীর্ঘদিন ধরেই তদন্ত চালিয়ে আসছে। কংগ্রেস এ তদন্তকে ‘প্রতিশোধমূলক ছিঁচকে কৌশল’ আখ্যা দিয়ে বলেছে ইডি বিজেপির ‘জোটসঙ্গী’।

রাহুল গান্ধী ভারত মামলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

1

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

2

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

3

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

4

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

5

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

6

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

7

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

8

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

9

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

10

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

11

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

12

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

13

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

14

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

15

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

16

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

17

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

18

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

19

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

20
সর্বশেষ সব খবর