বিশ্বব্যাপী ডানপন্থি রাজনীতির উত্থানের সর্বশেষ নজির স্থাপন করলো চিলি। দেশটিতে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে জয়লাভ করেছেন কট্টর ডানপন্থি নেতা জোসে অ্যান্তোনিও ক্যাস্ত। তিন দশকেরও বেশি সময় পর দেশটির সাধারণ জনগণের মধ্যে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার সবচেয়ে উল্লেখযোগ্য প্রবণতা এটি।
নিরাপত্তা জোরদার, অভিবাসন নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের মতো বাগাড়ম্বর ছিল তার নির্বাচনি প্রচারণার প্রধান অঙ্গীকার। এছাড়া, তিনি পরিবেশ সংরক্ষণ নীতি এবং ধর্ষণের শিকারদের ক্ষেত্রেও গর্ভপাতের কট্টর বিরোধী।
ক্যাস্তের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন দলের প্রার্থী জ্যানেত জারা। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়াই করা ক্যাস্ত এবার ৫৮ শতাংশ ভোট পেয়ে সুস্পষ্ট বিজয় অর্জন করেছেন।
১৯৯০ সালে পিনোশের সামরিক শাসনের অবসানের পর থেকে এটি চিলের সবচেয়ে বড় দক্ষিণপন্থি ঝোঁকের নজির। অগাস্তো পিনোশে ১৯৭৩ সালে মার্কিন সমর্থিত অভ্যুত্থান ঘটিয়ে ১৭ বছর দীর্ঘ সামরিক শাসন কায়েম করেছিলেন, যা মানবাধিকার লঙ্ঘন, গুম এবং মুক্ত-বাজার নীতির জন্য কুখ্যাত। ক্যাস্তের ভাই পিনোশের সময় মন্ত্রী ছিলেন এবং তার বাবা ছিলেন নাৎজি পার্টির সদস্য। আর পিনোশের প্রতি নিজের ভক্তির কথা প্রকাশ্যের উচ্চারণ করেছেন ক্যাস্ত।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে তিনি বলেন, চিলি আবার অপরাধ, উদ্বেগ এবং ভয় থেকে মুক্ত হবে। অপরাধী ও দুষ্কৃতীকারীদের দৌরাত্ম কমে আসবে। আমরা তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনব এবং কারাবন্দি করব।
অগাস্টিনা ট্রানকোসো নামের এক সমর্থক বলেন, আমরা দেশের নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠিত করতে পারব ভেবে আনন্দিত।
আরেকজন ভোটার বেলেম ভ্যালদিভিয়েসো বলেন, চিলির রাস্তা আগে শান্তিপূর্ণ ছিল। সম্প্রতি নিরাপত্তার সমস্যা বেড়েছে। আশা করছি ক্যাস্ত তার প্রতিশ্রুতি রাখবেন এবং নিরাপত্তার দিকে মনোযোগ দেবেন।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন