ফুটবলে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফুটবলপ্রেমীরা রাতভর উল্লাস করেছেন। বাংলাদেশের এই জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ (বুধবার) সকালেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন।
ফিফা উইন্ডোর সুযোগ নিয়ে হামজা ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন। উইন্ডো শেষ হওয়ার কারণে তাকে দ্রুত ক্লাবে ফিরতে হচ্ছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে। ফলে বাংলাদেশের জার্সিতে হামজাকে আবারও মাঠে দেখতে ফুটবলপ্রেমীদের আরও প্রায় চার মাস অপেক্ষা করতে হবে।
তবে হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও, অপর প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশে আরও কয়েক দিন কাটাবেন। কানাডার লিগে বিরতি থাকায় তিনি এই সময়টিকে কাজে লাগিয়ে পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে আজ সকালে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের আগামীকাল (বৃহস্পতিবার) তার বাবার সঙ্গে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়ে নিজ নিজ ক্লাবে যোগ দিয়েছেন। তাদের এখনই বিশ্রামের সুযোগ নেই, কারণ আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন