২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘোষণার তারিখ ধার্য ও আওয়ামীলীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের চিহ্নিত করা স্পর্শকাতর এলাকাগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ ফটক, এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এলাকা।
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব এলাকায় এরই মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এসব এলাকার পাশাপাশি জাতীয় প্রেসক্লাব, সচিবালয়, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কঠোর নিরাপত্তার উদ্দেশ্য একটাই— মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাগোপ্তা হামলা প্রতিরোধ করা।
মারুফ/সকালবেলা