ঢেকে গেছে নান্দনিক স্থাপনাও
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম পয়েন্ট বড়পুল মোড় তার পরিচিত রূপ হারিয়েছে। রাজনৈতিক নেতাদের পোস্টার ও ফেস্টুনের আড়ালে ঢাকা পড়েছে মোড়টির নান্দনিক স্থাপনা। শুধু বড়পুল মোড়ই নয়, শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ও চত্বরের সৌন্দর্যই এখন প্রচারণার আড়ালে ম্লান হয়ে গেছে।
জানা যায়, ২০২৩ সালে এই মোড়ে সৈয়দ নজরুল ইসলামের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই ভাস্কর্যটি সরিয়ে শিক্ষার্থীরা সেখানে একটি নান্দনিক ইসলামিক স্থাপনা তৈরি করে। কিন্তু বর্তমানে সেই স্থাপনাটিও পোস্টার-ব্যানারে ঢেকে যাওয়ায় দূর থেকে মোড়টির পরিচিত রূপ বোঝার উপায় নেই।
শহরের প্রধান ছয়টি মোড় ঘুরে দেখা গেছে, দু-একটি ছাড়া প্রায় সব চত্বরই পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রচারণায় ঢাকা পড়েছে। পৌরসভা থেকে যত্রতত্র পোস্টার-ফেস্টুন না লাগানোর বিষয়ে একাধিকবার জরুরি বিজ্ঞপ্তি জারি করা হলেও বাস্তবে তার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, "পোস্টার অপসারণে আমাদের পদক্ষেপ চলমান আছে। জাতীয় সংসদ নির্বাচন ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে থাকায় বিভিন্ন সময় পোস্টার লাগানো হয়েছে। যেখানে এখনো পোস্টার রয়ে গেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
কিশোরগঞ্জের সৌন্দর্যবর্ধন, ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষানগরীর পরিচয় তুলে ধরতে বিভিন্ন সময় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তবে পোস্টারের আড়ালে সেগুলোর তাৎপর্য এখন অদৃশ্য।
কালিবাড়ি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য যে স্থাপনাগুলো করা হয়েছে, সেগুলোই আজ দৃষ্টিকটূ হয়ে উঠেছে। শুধু পোস্টার অপসারণ নয়, এ ব্যাপারে কঠোর আইন প্রয়োগ করা জরুরি।" গুরুদয়াল সরকারি কলেজের সামনে ২০১৫ সালে নির্মিত মুক্তমঞ্চটিও পোস্টারের আড়ালে তার পরিচিত রূপ হারাচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন