ইবনে জারির
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

ঢেকে গেছে নান্দনিক স্থাপনাও 

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম পয়েন্ট বড়পুল মোড় তার পরিচিত রূপ হারিয়েছে। রাজনৈতিক নেতাদের পোস্টার ও ফেস্টুনের আড়ালে ঢাকা পড়েছে মোড়টির নান্দনিক স্থাপনা। শুধু বড়পুল মোড়ই নয়, শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ও চত্বরের সৌন্দর্যই এখন প্রচারণার আড়ালে ম্লান হয়ে গেছে।

জানা যায়, ২০২৩ সালে এই মোড়ে সৈয়দ নজরুল ইসলামের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই ভাস্কর্যটি সরিয়ে শিক্ষার্থীরা সেখানে একটি নান্দনিক ইসলামিক স্থাপনা তৈরি করে। কিন্তু বর্তমানে সেই স্থাপনাটিও পোস্টার-ব্যানারে ঢেকে যাওয়ায় দূর থেকে মোড়টির পরিচিত রূপ বোঝার উপায় নেই।

শহরের প্রধান ছয়টি মোড় ঘুরে দেখা গেছে, দু-একটি ছাড়া প্রায় সব চত্বরই পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রচারণায় ঢাকা পড়েছে। পৌরসভা থেকে যত্রতত্র পোস্টার-ফেস্টুন না লাগানোর বিষয়ে একাধিকবার জরুরি বিজ্ঞপ্তি জারি করা হলেও বাস্তবে তার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, "পোস্টার অপসারণে আমাদের পদক্ষেপ চলমান আছে। জাতীয় সংসদ নির্বাচন ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে থাকায় বিভিন্ন সময় পোস্টার লাগানো হয়েছে। যেখানে এখনো পোস্টার রয়ে গেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

কিশোরগঞ্জের সৌন্দর্যবর্ধন, ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষানগরীর পরিচয় তুলে ধরতে বিভিন্ন সময় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তবে পোস্টারের আড়ালে সেগুলোর তাৎপর্য এখন অদৃশ্য।

কালিবাড়ি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য যে স্থাপনাগুলো করা হয়েছে, সেগুলোই আজ দৃষ্টিকটূ হয়ে উঠেছে। শুধু পোস্টার অপসারণ নয়, এ ব্যাপারে কঠোর আইন প্রয়োগ করা জরুরি।" গুরুদয়াল সরকারি কলেজের সামনে ২০১৫ সালে নির্মিত মুক্তমঞ্চটিও পোস্টারের আড়ালে তার পরিচিত রূপ হারাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

1

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

2

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

3

যে আসনে লড়বেন বাবর

4

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

5

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

6

আইন প্রণয়নের জন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন আহমদ

7

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

8

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

9

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

10

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

11

হল ছাড়তে শুরু করেছেন ঢাবির আবাসিক শিক্ষার্থীরা

12

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

13

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

14

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

15

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

16

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

17

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

18

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

19

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

20
সর্বশেষ সব খবর