ইবনে জারির
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

হাসান মাহমুদ রিপন, ঢাকা: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ব্যাপক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। বোর্ডের সিদ্ধান্ত এবং গ্যাস বিপণন আইন অমান্য করে মোটা অংকের ঘুষের (কয়েক কোটি টাকা) বিনিময়ে তিনি গোপনে একাধিক শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দিয়েছেন বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। যেন এটিÑই তার মূল পেশা। বিশ্লেষকদের দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। এদিকে কেজিডিসিএলের এমডি মো. সালাহ উদ্দিন সহ দুর্নীতিতে জড়িত থাকার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেজিডিসিএল-এর অনিয়ম-দুর্নীতি নিয়ে এটি প্রতিবেদনের ২য় পর্ব।


আইন অমান্য করে সংযোগ প্রদান:
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেজিডিসিএল-এর এমডি মো. সালাহউদ্দিন বোর্ডের সিদ্ধান্ত এবং গ্যাস বিপণন আইনকে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করেছেন। বিশেষ করে, মেসার্স মোস্তফা পেপার কমপ্লেক্স লিমিটেডের গ্যাস সংযোগ পুনঃপ্রদানের ঘটনায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির সংযোগ তিন দফায় বিচ্ছিন্ন করা হয়েছিল। এর পরও বোর্ড সভার সিদ্ধান্তকে দ্রুততার সঙ্গে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে প্রতিষ্ঠানটিকে পুনঃসংযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কর্মকাণ্ড গ্যাস বিতরণ আইনের চরম লঙ্ঘন।


দুদকের তদন্ত শুরু:
এদিকে, কেজিডিসিএলের এই ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমডি মো. সালাহ উদ্দিন সহ দুর্নীতিতে জড়িত থাকার অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংস্থাটি। বিশ্লেষক ও নাগরিক সমাজের দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


উপেক্ষিত আইন:
গ্যাস বিপণন নীতিমালা-২০১৪ অনুযায়ী, জালিয়াতির কারণে কোনো শিল্প প্রতিষ্ঠানের সংযোগ দুইবার বিচ্ছিন্ন করা হলে তা স্থায়ীভাবে বিচ্ছিন্ন বলে গণ্য হবে। মোস্তফা পেপার কমপ্লেক্সের ক্ষেত্রে মিটার টেম্পারিংয়ের কারণে তিন দফায় (২০১৭, ২০২১ ও ২০২৪ সালে) সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের ২২ ডিসেম্বরে মিটার ও সিএমএস-এ অবৈধ হস্তক্ষেপের দায়ে প্রতিষ্ঠানটিকে প্রায় ৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকা জমা না দিয়েই মোস্তফা পেপার কমপ্লেক্স রিট আবেদন করলে কোর্ট সংযোগ প্রদানের নির্দেশনা দেয়। বিষয়টি কেজিডিসিএল-এর ২২৩তম বোর্ড সভায় (২৯ জানুয়ারি, ২০২৫) উত্থাপন করা হয়। সভায় দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, গ্রাহককে পুনঃসংযোগ না দিয়ে একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। অথচ, সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই ৯ ফেব্রুয়ারি রাতের আঁধারে প্রকৌশলী সালাহউদ্দিন প্রতিষ্ঠানটিকে পুনঃসংযোগ দেন।


জালিয়াতির প্রমাণ: 
পুনঃসংযোগের ক্ষেত্রে অবশ্য পালনীয় সংযোগ বিচ্ছিন্ন ফি, রাইজার ফি, এবং মিটারের মূল্য আদায় করা হয়নি। পরবর্তীতে পেছনের তারিখ দিয়ে (ব্যাকডেটে) চাহিদাপত্র ইস্যু করা হয়। ফি জমাদানের রেকর্ডে এই জালিয়াতি স্পষ্ট: ৯ ফেব্রুয়ারি সংযোগ দেওয়া হলেও গ্রাহক কমিশনিং ফি জমা দিয়েছেন ২২ ফেব্রুয়ারি, অর্থাৎ ১৩ দিন পর। এছাড়াও, ২০১৭ ও ২০২১ সালের টেম্পারিংয়ের ঘটনায় ৭০ লাখ ৭৮ হাজার টাকা জরিমানার বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কিস্তিতে পরিশোধের নির্দেশনা দিলেও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত বিল জমা দেওয়া থেকে বিরত আছে।

বোর্ড সভায় কঠোর সমালোচনা:
কেজিডিসিএল-এর পর্ষদ সভায় পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, “বর্ণিত গ্রাহকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে পুনঃসংযোগ প্রদান করা হলে এটি খারাপ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে [এবং] অন্যান্য গ্রাহককে উৎসাহ যোগাবে। মামলা চলমান থাকাকালে পুনঃসংযোগ প্রদান করা হলে বকেয়া পরিশোধের সম্ভাবনা ক্ষীণ।” বোর্ড সভাপতি ২ ফেব্রুয়ারির মধ্যে আপিল করার নির্দেশ দেন এবং কোম্পানির আইনজীবীর ভূমিকা নিয়েও সমালোচনা হয়। এতদসত্ত্বেও, বোর্ডকে না জানিয়ে গোপনে সংযোগ দেওয়ায় একটি সূত্র প্রায় আড়াই কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে দাবি করেছে।


মন্ত্রিপরিষদ নির্দেশনা অমান্য:
এমডি মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত নির্দেশনা অমান্যের অভিযোগও উঠেছে। নির্দেশনায় স্পষ্ট বলা আছে যে, কোনো অবস্থাতেই পরিকল্পিত শিল্পাঞ্চল বা বিসিক শিল্প নগরীর বাইরে নতুন শিল্প সংযোগ দেওয়া যাবে না। এই নির্দেশনা উপেক্ষা করে তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত মেসার্স কর্ণফুলী স্টীল মিলস লিমিটেডকে পরিকল্পিত শিল্প জোনের বাইরে বিশাল আকারের একটি সংযোগ (ছোট বিদ্যুৎ কেন্দ্রের চেয়েও বড় ক্যাপটিভসহ) দিয়েছেন। এর মাসিক লোড ধরা হয়েছে ৩২ লাখ ৪৫ হাজার ৪৬২ ঘনমিটার (দৈনিক ৩.৮৭ মিলিয়ন ঘনফুট)। এই সংযোগ প্রদানের ক্ষেত্রেও কয়েক কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এছাড়া মেসার্স মোস্তফা পেপার কমপ্লেক্স লিমিটেডের সংযোগ পুনঃপ্রদানের ঘটনায় গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। এই প্রতিষ্ঠানটি জালিয়াতির কারণে তিন দফায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও বোর্ড সভার সিদ্ধান্ত উপেক্ষা করে তড়িঘড়ি করে কেজিডিসিএল-এর এমডি মো. সালাহউদ্দিনের সিদ্ধান্তে পুনঃসংযোগ দেওয়া হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রমোশন পাওয়া মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে আগেও সুন্দরবন গ্যাস কোম্পানি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে চাকরির সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। দুদকে তদন্ত চলমান থাকা সত্ত্বেও জুনিয়রদের ডিঙিয়ে তাকে বর্তমান পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। এতে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এসব অভিযোগের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিনের মন্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


বিশ্লেষকদের দাবি:
বিশেষজ্ঞ ও সচেতন নাগরিক সমাজ মনে করে, এমন গুরুত্বপূর্ণ একটি সেবাদাতা প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করায় সাধারণ গ্রাহক থেকে শুরু করে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত এমডি সালাহ উদ্দিন এবং তার সঙ্গে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে দ্রুত তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(কেজিডিসিএল-এর অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদনের ৩য় পর্ব শীঘ্রই আসছে।)

আরও পড়ুনঃ 
দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

1

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

2

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

3

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

4

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

5

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

6

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

7

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

8

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

9

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

10

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

12

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

13

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

14

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

15

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

16

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

17

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

18

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

19

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

20
সর্বশেষ সব খবর