বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা "১৪০০ শিশু, কিশোর, তরুণ হত্যা করে" এখন ভারতে বসে অডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। তিনি দাবি করেন, এই নির্দেশেই সম্প্রতি কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, যাতে একজন মানুষ পুড়ে মারা গেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসি ভবনে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে শাখা ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও অভিযোগ করেন, "কোনো একটা চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছে।"
তিনি বলেন, "আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের টাকা তাদের হাতে আছে। সব টাকা আটকানো যায়নি। সেই টাকা খরচ করে তারা নাশকতা করার চেষ্টা করছেন।"
রিজভী বিএনপিকে "গণতন্ত্রের চ্যাম্পিয়ন" একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, "গণতন্ত্র আর বিএনপি হলো অবিভাজ্য একটি বিষয়।"
তিনি আরও বলেন, "বাহাত্তরের পর থেকেই শেখ মুজিবুর রহমান আত্মপরিচয়ের সংকট তৈরি করছিলেন। তিনি সবাইকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন।... এর পরিবর্তে জিয়াউর রহমান আনলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। এর মধ্যে আমার পাহাড়ী, সমতল, নদী সব চলে আসে। আমাদের এই আত্ম-পরিচয়ের সংকট নিরসন করলেন জিয়াউর রহমান।"
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন