নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন লাভ এবং 'শাপলা কলি' প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এনসিপির ঢাকা মহানগর উত্তর, মিরপুর বিভাগের উদ্যোগে এই আনন্দ উদযাপন করা হয়।
গত শনিবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ও মিরপুর-১ বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে সবশেষে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মাতিয়ে তোলেন। তাঁদের কণ্ঠে শোনা যায়, 'শাপলা শাপলা', 'দিল্লি না ঢাকা— ঢাকা, ঢাকা', এবং 'এনসিপির মার্কা শাপলা, শাপলা'-এর মতো বিভিন্ন উদ্দীপনামূলক স্লোগান।
এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর গণমাধ্যমকে বলেন, “জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে 'শাপলা কলি' নির্ধারিত হয়েছে। এই ঐতিহাসিক আনন্দকে স্মরণীয় করে রাখার জন্যই ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছি।”
তিনি আরও জানান, খুব শিগগিরই ঢাকার বিভিন্ন আসনে এনসিপির পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে 'শাপলা কলি' প্রতীক এবং তাদের প্রার্থীরা সাধারণ জনগণের কাছে আরও বেশি পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন