আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সর্বাগ্রে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অভ প্রাইড’ সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, "নির্বাচনী মাঠে আপনারা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নন, আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।" তিনি আরও বলেন, দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের ওপর। অন্তর্বর্তী সরকার ও পুলিশ প্রশাসন একসঙ্গে এমন একটি নির্বাচনী মানদণ্ড স্থাপন করতে চায়, যা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হবে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধীনস্থ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মনোবল বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে, যারা শৃঙ্খলা মানে না বা রাষ্ট্র ও সরকারের প্রতি অসম্মান প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
অপরাধ দমনে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, "থানা থেকে লুট হওয়া বা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে হবে।" তিনি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) নিরাপত্তা জোরদার, রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার এবং মিথ্যা মামলা নিষ্পত্তির নির্দেশ দেন। উপদেষ্টা বলেন, সমাজে অস্থিরতা সৃষ্টিকারী 'ফ্যাসিস্টদের' তালিকা পুলিশের কাছে রয়েছে এবং জামিনে মুক্ত অপরাধীদের ওপর নজরদারি বাড়াতে হবে।
সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়েও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোরভাবে বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের ওপর কোনো ধরনের আক্রমণ সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভার শেষে উপদেষ্টা বিভিন্ন রেঞ্জের ডিআইআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন