দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু—এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। সংবাদে বলা হয়েছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে কোনো কোনো গণমাধ্যম গোপন বিয়ে বলেও দাবি করছে।
অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার।
২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপরই বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। শোনা যায়, তারা লিভ ইনেও থাকা শুরু করেছিলেন। নাগা চৈতন্য গত বছর ডিসেম্বরে দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করার পরই সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে এবং সামান্থা দ্রুত পদক্ষেপ নেন।
অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল এবং ভক্তদের অপেক্ষার অবসান হলো। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।
বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও, যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার সদ্গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।
যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন