ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক/সহকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের একটি দল ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সন্দেহভাজন একটি সাদা পিকআপ ভ্যানকে থামানো হয়। তল্লাশির সময় পিকআপ ভ্যানটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পাচারের অভিযোগে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় এবং তিনি কোন এলাকার বাসিন্দা, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি।
ভরাডোবা হাইওয়ে থানার (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, জব্দকৃত বিদেশি মদের বাজারমূল্য কয়েক লাখ টাকা। অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন ও সংরক্ষণের দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন