ইবনে জারির
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. শহীদ হোসেনের নেতৃত্বে এক জামায়াত নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিপুর হাইস্কুলের সামনের বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মো. জাহের হোসেনকে (৪০) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। আহত জাহের হোসেন ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী আহমেদ খানের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি।

ঘটনার সূত্রপাত: হাসপাতালে চিকিৎসাধীন জাহের হোসেন জানান, কাশিপুর হাইস্কুল বাজারের ‘মেহেন্দিগঞ্জ ড্রাগস হাউজ’ থেকে সাবেক কাউন্সিলর শহীদ হোসেনের ইজিবাইক চালক হারুন-অর রশিদ দীর্ঘদিন আগে বাকিতে ওষুধ নিয়েছিলেন। কিন্তু দীর্ঘাদিন পার হলেও তিনি সেই টাকা পরিশোধ করছিলেন না।

এ নিয়ে ওষুধের দোকানের মালিক পলাশ ও হারুনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানি পলাশ হারুনকে একটি থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে বিএনপি নেতা শহীদ হোসেন তার দলবল নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সঙ্গে কথা বলতে যান।

হামলার বিবরণ: এ সময় ঘটনাস্থলে উপস্থিত জামায়াত নেতা জাহের হোসেন মন্তব্য করেন, "হারুন বাকি খেয়ে টাকা দেয় না। এখানে উভয়েরই দোষ আছে। তাই ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো।" জাহের হোসেনের অভিযোগ, এই কথা বলার জেরে তাকে ‘জামায়াতের লোক’ আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় বেধড়ক পেটানো হয়।

তিনি দাবি করেন, হামলায় নেতৃত্ব দিয়েছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ হোসেন। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন আব্দুল জলিল, মহিউদ্দিন, রানাসহ আরও ৮-১০ জন।

অভিযুক্তের বক্তব্য: তবে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর মো. শহীদ হোসেন। তিনি বলেন, "কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। অহেতুকভাবে এ হামলার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।"

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

1

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

2

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

3

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

4

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

5

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

6

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

7

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

8

আগুনের ধোঁয়া শাহজালালের বহির্গমন টার্মিনালে, আতঙ্কিত যাত্রীর

9

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

10

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

11

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

12

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

13

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

14

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

15

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

16

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

17

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

18

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

19

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

20
সর্বশেষ সব খবর