মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় উত্তেজনা, ১০০-১৫০ জন দোকানদার-হকারের হামলায় ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে।
ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর-১ নম্বর গোল চত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে ডিএনসিসি। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে পৌঁছলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন দোকানদার ও হকার ম্যাজিস্ট্রেটের গাড়ি ও অভিযানে অংশগ্রহণকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উচ্ছেদে বাধাদানকারীরা ম্যাজিস্ট্রেটের গাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে কয়েক দফা ভাঙচুর করে।
ঘটনাটি নিশ্চিত করে ডিএমপির শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন