কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
আজ রবিবার (৭ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ কর্মসূচিতে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রার্থী খালিদ সাইফুল্লাহ সোহেল, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়েছে মোহাম্মদ মাজহারুল ইসলামকে।
স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর দাবি, এই মনোনয়ন “ভুল ও বাস্তবতাবিবর্জিত। মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রার্থিতা বাতিল করে ত্যাগী নেতা খালিদ সাইফুল্লাহ সোহেলকে এ আসনে পুনর্বিবেচনা করা হোক। ”
তাদের বক্তব্য, অনেকদিন ধরে দলের কঠিন সময়ে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা ত্যাগী নেতা খালিদ সাইফুল্লাহ সোহেল-ই এ আসনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী।
বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ তৈরি করেছে।
তারা দাবি জানান, ঘোষিত মনোনয়ন তাৎক্ষণিকভাবে বাতিল করে খালিদ সাইফুল্লাহ সোহেলকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনা ও চূড়ান্ত ঘোষণা করা হোক।
বিক্ষোভকারীরা আরও জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
আযহার/সকালবেলা
মন্তব্য করুন