পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: মহান বিজয়ের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে। গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে সমাবেশ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করার সময় প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখসহ তার দলের নেতাকর্মীরা জুতা পায়েই শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন এবং কার্যক্রম চালান।
প্রতিক্রিয়া ও ক্ষোভ: ডিসেম্বর মাসে শহীদদের স্মৃতির মিনারে এমন অবমাননাকর ঘটনায় উপজেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘এখন বিজয়ের মাস চলছে। এমন পবিত্র মাসে যারা জুতা পায়ে শহীদ মিনারে ওঠে, তারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন