তারেক হায়দার, কক্সবাজার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন নির্বাচনী নিরাপত্তা ও ঝুঁকি–পরিস্থিতি যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন ১৯টি ভোটকেন্দ্র।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে তিনি সংশ্লিষ্ট বিট অফিসারদের সাথে নিয়ে খুটাখালী ইউনিয়নের ৮টি এবং ডুলাহাজারা ইউনিয়নের ১১টি ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোট কেন্দ্রগুলোর লোকেশন নিরূপণ, আশপাশের পরিবেশ, প্রবেশপথ ও কাঠামোগত অবস্থান এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
ভোট পূর্ববর্তী পরিস্থিতি স্থিতিশীল রাখতে কেন্দ্রভিত্তিক নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন বলেও জানা গেছে।
ওসি মনির হোসেন বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।”
নির্বাচন ঘিরে পুলিশি টহল, নজরদারি ও মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।