জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গ্রামের মো. মাইনুদ্দিন (৪৮)-এর বসতঘরে অজ্ঞাত ডাকাত দল হানা দিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের চিৎকারে গৃহকর্ত্রী আকলিমা বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত গভীর হলে অজ্ঞাতনামা আনুমানিক ১০/১২ জন ডাকাত প্রথমে জানালার রড কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এবং এরপর ঘরের মেইন দরজা খুলে ফেলে। এসময় ডাকাত দল ঘর থেকে ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, ১টি আইফোন এবং বাসার সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়।
ঘরে থাকা ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা (৩৮) ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দল তাকে রড ও রেঞ্জ দিয়ে গুরুতর আঘাত করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ডাকাতদের ফেলে যাওয়া একটি ধারালো দা ঘটনাস্থলে পাওয়া যায়।
তাৎক্ষণিক খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ডাকাতির তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, "সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে দ্রুত ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন