গাজীপুরে রাতে নাশকতার চেষ্টাকালে জয়দেবপুর থানা পুলিশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশের একটি দল।
এসময় সদর উপজেলার বানিয়ারচালা এলাকার আজিমের মাছের খামারে সামনে গ্রেপ্তার ব্যক্তিরা সন্দেহজনক আচরণ করছিলেন। পরে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকার আবুল কাশেমের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), একই এলাকার বাবুল হোসেনের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং একই এলাকার মোতালেব শেখের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহম্মেদ (৩২)।
ওসি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন