এশিয়া কাপ বাছাইপর্বে আর এগিয়ে যেতে না পারলেও আজকের ম্যাচ ঘিরে ফুটবল ভক্তদের উত্তেজনা যেন আসরের মূল লড়াইয়ের চেয়েও বেশি। আজ, ১৮ নভেম্বর রাত ৮টায়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত—দুই প্রতিবেশীর এই ফুটবল দ্বৈরথ মানেই আলাদা রোমাঞ্চ, আলাদা আবেগ।
বাংলাদেশ দলে হামজা চৌধুরী ও শমিত শোমদের মতো খেলোয়াড়দের সংযুক্তি সমর্থকদের আশায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের উপস্থিতিতে জাতীয় স্টেডিয়াম আজ লাখো দর্শকের কলরবে রাঙিয়ে উঠবে বলে প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে—অনলাইনে ছাড়ার পর মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে অনেকেই খালি হাতে ফিরে গেছেন, কিন্তু উত্তেজনা তাতে একটুও কমেনি। দেশের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার প্রস্তুতি চলছে; আবার অনেকে পরিবার-বন্ধুকে নিয়ে ঘরে বসেই দেখবেন এই বহুল প্রতীক্ষিত ফুটবল লড়াই।
ম্যাচটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। যারা মোবাইল বা বাইরে থেকেও ম্যাচটি উপভোগ করতে চান, তারা টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে পুরো ৯০ মিনিটের লড়াই দেখতে পারবেন। আর যারা শুধু স্কোর জানতে চান, তাদের জন্য অলফুটবল ও সোফাস্কোর-এর মতো প্ল্যাটফর্ম রয়েছে।
বাছাইয়ের পথে বাংলাদেশের যাত্রা থেমে গেলেও ভারত-বাংলাদেশের লড়াই থেমে নেই—আজ রাতেই আবারও ফুটবল ভক্তরা দেখতে পাবেন দুই দলের নতুন লড়াইয়ের গল্প।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন