মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এতে ওই রোড়ে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটে শাহবাগ দখল করেন তারা।
‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় রাজধানীর শাহবাগের জাতীয় গ্রন্থাগারের আগে তাদেরকে আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষকরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষকরা দুপুর ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষক নেতারা জানিয়েছেন, ‘সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।
সকালবেলা/এমএইচ