জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদের পানিতে ডুবে নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার আনারবাড়ী ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির নাম কুলসুম (১২)। সে সরিষাবাড়ী উপজেলার কাউশি এলাকার নুরুল ইসলামের মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আরও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। এখনো নিখোঁজ রয়েছে একজন শিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার পাশ দিয়ে ঝিনাই নদ বয়ে গেছে এবং নদের কাছেই শিশুদের বাড়ি। বিকেলের দিকে নদের তীরে থাকা নৌকায় শিশুরা খেলাধুলা করছিল। কোনো এক সময় নৌকা থেকে শিশুরা পানিতে পড়ে যায়। স্বজনেরা নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তিন শিশুর লাশ উদ্ধার করে। রাত হয়ে গেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হয় এবং একপর্যায়ে কুলসুমের লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সব মিলিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ আছে।’
সকালবেলা/এস
মন্তব্য করুন