ইসমাঈল আযহার
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসা গ্রহণের পর বেগম জিয়া রেসপন্সও করছেন বলেও জানান ডা. জাহিদ। 

বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেইটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

জাহিদ হোসেন বলেন, তিনি (খালেদা জিয়া) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার, সর্বোচ্চ পর্যায়ে আছেন। একজন সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই তিনি আছেন। বেগম জিয়া চিকিৎসাধানী আছেন এবং এ নিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। এবং চিকিৎসা নেওয়ার পর সত্যিকার অর্থে রেসপন্স করছেন। 

ডা. জাহিদ বলেন, গত শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ক্রটি এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা তাকে আমরা দেশের বাইরে নিতে পারিনি। যাতে উনার স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য মেডিকেল বোর্ড চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি- যাতে সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা যাতে পেতে পারেন। সেজন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে। 

ডা. জাহিদ বলেন, আমরা খুবই আশাবাদী যে, তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তীতে হয়তো যেকোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। 

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব সময়ই অত্যন্ত সজাগ এবং দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছেন। 

এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও বিদেশি চিকিৎসকরা সংযুক্ত, সেজন্য আমাদের মেডিকেল বোর্ডের বৈঠকগুলো রাতে করতে হয়। সবকিছু মিলে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ড. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন।
   
গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। 

এই মেডিকেল বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য। গত ৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন তার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এদিকে বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। 

প্রায় এক ঘণ্টার অধিক সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফে অংশ নেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

1

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

2

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

3

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

4

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

5

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানব

6

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

7

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

8

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সা

9

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

10

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

11

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

12

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

13

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

14

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

15

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

16

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

17

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

18

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

19

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর