বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে। তবে তার আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে। বর্তমানে তিনি বিমানে ভ্রমণ করার মতো অবস্থায় নেই। তবুও আগাম প্রস্তুতি হিসেবে ভিসা প্রক্রিয়া এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা ফখরুল বলেন, "ম্যাডামের চিকিৎসার দায়িত্বে থাকা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার রাতে দীর্ঘ দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠক করেছে। সেখানে চিকিৎসকরা তার বর্তমান শারীরিক অবস্থা, ঝুঁকি এবং পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।"
তিনি আরও বলেন, "ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়। তবে আমরা প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ সম্পন্ন করে রেখেছি। তিনি যখনই ফ্লাই করার মতো অবস্থায় আসবেন, তখনই তাকে বিদেশে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"
এ সময় বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান। তিনি বলেন, "বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ভিড় করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বিব্রত বোধ করছেন এবং চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাব, আপনারা কেউ এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না।"
মির্জা ফখরুল আশ্বস্ত করেন যে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সময়মতো আনুষ্ঠানিক হেলথ বুলেটিনের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন