ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুক্ষণ বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান
প্রেসসচিব।
তিনি বলেন, ‘আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত।
প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান।
এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
উপস্থিত থাকার কথা রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছে।
এদিকে বিভিন্ন পক্ষের দাবি ও জুলাইযোদ্ধাদের বিক্ষোভের
পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম
দফার সংশোধন করা হয়েছে। এতে জুলাইযোদ্ধাদের দাবি বাস্তবায়ন হয়েছে বলে মনে করছে ঐকমত্য কমিশন।
দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’
পরিচয় দেওয়া ব্যক্তিরা। তারা গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেন। আজ সকালে তারা
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেন।
মন্তব্য করুন