নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য জমা পড়া ১৪৩টি আবেদনের মধ্যে মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে মাত্র তিনটি দল নিবন্ধনের সব শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইসি সচিব আরও জানান, 'আগামীকাল দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে নিবন্ধন সংক্রান্ত দাবি-আপত্তি আহ্বান জানানো হবে। পরবর্তীতে এসব দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করা হবে।'
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন তিনটি দল যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি; নতুন এই তিনটি দল নিবন্ধন পেলে সংখ্যাটি দাঁড়াবে ৪৪-এ।
মন্তব্য করুন