মাহমুদ বিন মারুফ
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

গরুর কালাভুনার বিশেষ স্বাদ সব ধরনের রান্নার মাঝে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে। তবে অনেকে ঘরে কালাভুনা রাঁধতে ভয় পান, কারণ তারা মনে করেন রেস্তোরাঁর মতো সেই ঐতিহ্যবাহী স্বাদ আনা সম্ভব নয়। কিন্তু কিছু সহজ কৌশল অনুসরণ করলেই খুব সহজেই রেস্তোরাঁ স্টাইলে এই সুস্বাদু পদটি রান্না করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক গরুর কালাভুনা রান্নার সহজ রেসিপি।

উপকরণ তালিকা:

  • গরুর মাংস: ২ কেজি

  • লবণ: স্বাদমতো

  • হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ

  • মরিচ গুঁড়া: দেড় টেবিল চামচ

  • ধনে গুঁড়া: দেড় টেবিল চামচ

  • জিরার গুঁড়া: দেড় টেবিল চামচ

  • রসুন বাটা: ১ টেবিল চামচ

  • আদা বাটা: ২ টেবিল চামচ

  • গরম মসলার গুঁড়া: আধা চা চামচ

  • পেঁয়াজ বেরেস্তা: ১ কাপ

  • কাঁচা পেঁয়াজ কুচি: ১ কাপ

  • সরিষার তেল: আধা কাপ

  • তেজপাতা: ৩টি

  • দারুচিনি: ৪টি

  • গোল মরিচ: ৭-৮টি

  • এলাচ: ৪টি

  • লবঙ্গ: ৪-৫টি

  • কাঁচা মরিচ: ৬-৭টি

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর একে একে লবণ থেকে শুরু করে লবঙ্গ পর্যন্ত (১ থেকে ১৭ নং) সব উপকরণ মিশিয়ে নিতে হবে। মসলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।

২. এইবার মাংসটিকে ঘণ্টাখানেক ঢেকে রেখে মেরিনেট করে নিতে হবে। যে পাত্রে রান্না করা হবে, সেই পাত্রেই মাংস মেরিনেশন করা ভালো। এরপর পাত্রটি চুলায় উচ্চ তাপে (হাই হিট) ৫ মিনিট ঢেকে রান্না করুন।

৩. যখন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে, তখন চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। মাংস ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এবং আবারও ঢেকে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করতে হবে। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে।

৪. এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিতে হবে। মনে রাখতে হবে, কালাভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্নাটি করতে হবে।

৫. এবার এক থেকে দেড় ঘণ্টা ধরে একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, যাতে মাংস নিচে লেগে না যায়। এভাবে কষাতে কষাতে একসময় মাংসের রং কালচে হয়ে আসবে।

৬. যখন দেখবেন মাংসের পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং পুরোপুরি কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন মাংসের রং আপনার মনমতো কালো হয়ে যাবে, তখন বাগার দিতে হবে।

৭. বাগারের জন্য আদা-রসুন কুচি এবং শুকনো মরিচ পরিমাণমতো সরিষার তেলে ভেজে নিতে হবে। তারপর তেলসহ সেই মসলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে।

৮. এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিতে হবে এবং একই সঙ্গে আস্ত ৩-৪টি কাঁচামরিচ দিয়ে দিন। এভাবে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। তারপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কালাভুনা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

1

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

2

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

3

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

4

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

5

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

6

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

7

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

8

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

9

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

10

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

11

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

12

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

13

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

14

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

15

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

16

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

17

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

18

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

19

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

20
সর্বশেষ সব খবর