রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পরপরই মিরপুর-১ নম্বর এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার কিছু পরে হঠাৎ করেই মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় আশপাশের পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন গণমাধ্যমকে জানান, এমন ঘটনার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে নিজেদের টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন। তবে এই মুহূর্তে ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন