আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ ও দেশের সমসাময়িক নানা বিষয়ে বৈঠক করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলটি বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিকে যমুনায় পৌঁছায়।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বৈঠকের জন্য জামায়াত নেতারা যমুনায় প্রবেশ করেন।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিকেল ৫টার দিকে যমুনায় যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। চার নেতার মধ্যে ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।