বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্ট খেলা উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছোট আকারের যে জমকালো আয়োজন ছিল, তা মুগ্ধ করেছে সাবেক অধিনায়ক মুমিনুল হককে। তবে দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি রসিকতার ছলে বলেন যে বিসিবির এমন আয়োজন দেখে তার মনে হয়েছিল, মুশফিক বুঝি অবসরই নিচ্ছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, "একটা সময় মনে হচ্ছিল, এটা (মুশফিক ভাইয়ের সংবর্ধনা দেওয়ার বিষয়টি) রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখি না, শততম ম্যাচ সেলিব্রেশন হচ্ছে। বাইরের দেশে তো অবসরে গেলে এমন আয়োজন হয়।"
পরে মুশফিককে প্রশংসায় ভাসিয়ে মুমিনুল হক বলেন যে তার উন্নতি অভাবনীয়। মুমিনুল বলেন, "(মুশফিকের) উন্নতি... আমার চেয়ে আপনারা আরও বেশি দেখছেন। আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি, দেখি। আপনারা সারাদিন মাঠেই থাকেন। তারপর ফেসবুকে... আপনারা অনেক বেশি দেখেছেন। তো আমার মনে হয়, এরকম একটা মানুষ আসলে বাংলাদেশে... আমি জানি না দ্বিতীয়বার কেউ তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা।"
মুশফিকের পরিশ্রম ও শৃঙ্খলার কথা উল্লেখ করে মুমিনুল দৃঢ়ভাবে দাবি করেন যে মুশফিক ডাবল সেঞ্চুরিও ডিজার্ভ করেন। তিনি বলেন, "রান করুক, না করুক—তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে। উনার মধ্যে কোনো হতাশাও নেই। সব মেইনটেইন করে চলতে থাকে। তো ওটা আমার কাছে মনে হয় ওটা একটা ফল এখন... উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করেন। আর এর সঙ্গে কালকে যদি উনি ২০০ করেন, সেটাও উনি ডিজার্ভ করেন।"
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন