বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার ও দল। এখন কেবল মেডিকেল বোর্ডের পরামর্শ এবং তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনযাত্রা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। মেডিকেল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরাও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।"
তিনি আরও জানান, "খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার সরকার একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের ওই এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় সেটি আসতে পারেনি। তবে সেই অ্যাম্বুলেন্সটি এলেও মেডিকেল বোর্ড জানিয়েছিল যে, বেগম জিয়া তখন বিমানে ভ্রমণ করার মতো অবস্থায় ছিলেন না।"
ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, "এখন পর্যন্ত বেগম জিয়াকে কবে বিদেশে নেওয়া হবে, তা পুরোপুরি তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। যখনই মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেবে, তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব।"
এ সময় তিনি দেশবাসীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব না ছড়াতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন