নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে আলিফ হত্যাকাণ্ড, গাজীপুরের আশামনি ধর্ষণ, বুয়েটের শিক্ষার্থীর ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার প্রতিবাদে এবং এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ ওঠা ইসকন সংগঠনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা “খুন-ধর্ষণের বিচার চাই”, “ইসকন নিষিদ্ধ কর”, “সন্ত্রাসী সংগঠনের বিচার চাই” — এসব শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। তারা দাবি জানান, আলিফ হত্যা, গাজীপুরের আশামনি ধর্ষণ, বুয়েটের ধর্ষণসহ সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে যুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বক্তারা বলেন, ইসকন নামের ছত্রছায়ায় কিছু উগ্রপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা দেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ইসকন সংগঠন নিষিদ্ধ ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম; কিন্তু কিছু শক্তি দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।