মুহসিন মোল্লা: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বরেণ্য আলেম ও ফিকহ্ বিশারদ মুফতী মিজানুর রহমান সাঈদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাইতে চলমান বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।
তিনি মাওলানা নূরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর)-এর স্থলাভিষিক্ত হলেন। এর আগে, ২০২৩ সালের নভেম্বরে গঠিত কমিটিতে মাওলানা নূরুল হুদা ফয়েজী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, চরমোনাই মাহফিলে উপস্থিত লাখো মুসল্লি ও আলেম-ওলামাদের সামনে সংগঠনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। দ্বীনি কার্যক্রমকে আরও বেগবান করা এবং ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে।
মুফতী মিজানুর রহমান সাঈদ বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী স্কলার এবং শাইখুল হাদিস। তার এই মনোনয়নে উপস্থিত আলেম সমাজ ও সাধারণ মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন