ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনা 'অমানবিক' উপায়ে গুম, খুন ও নির্যাতন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি অভিযোগ করেন, দেশের বুদ্ধিজীবীরা এই অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা অমানবিক উপায়ে গুম, খুন, নির্যাতন করলেও দেশের তথাকথিত 'বুদ্ধিজীবীরা' এর বিরুদ্ধে আজও কোনো কথা বলেননি। তিনি অভিযোগ করেন, তারা দেশেই আছেন, তবুও অন্যায়ের প্রতিবাদ করেননি।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লি থেকে যেসব কথা বলছেন, এই বুদ্ধিজীবীরা সুযোগ পেলে তার পক্ষে জনমত গঠনের চেষ্টা করতেন। কিন্তু সেই অনুকূল পরিবেশ নেই বলে তারা তা করতে পারছেন না।
সালাহউদ্দিন আহমদ দেশের সংস্কার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন আগে প্রয়োজন। তিনি মনে করেন, মানসিকতার পরিবর্তন না হলে যত আইনই করা হোক না কেন, কোনো কাজে আসবে না।
এছাড়াও, তিনি সংস্কার প্রস্তাবে সুপারিশ দেওয়ার সময় বুদ্ধিবৃত্তিক অনাচার হয়েছে বলেও মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জুলাই সনদ এবং গণভোটের মতো ইস্যু নিয়ে যারা বর্তমানে অস্থিরতা তৈরি করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। তিনি মনে করেন, এই মহলটি যথাসময়ে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় বা বিলম্বিত হয়, তার পাঁয়তারা করছেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, "একটি দল এখন যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর দেখবেন গ্রামেগঞ্জে ভোট চাইতে নেমেছেন দলটির নেতারা।"
মন্তব্য করুন