জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বার্তার মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। তবে হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার মাঝেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, “ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আল্টিমেটাম দিয়ে সংগঠনটি জানায়, “খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।”
এছাড়া অভিযুক্তরা দেশত্যাগ করলে তাদের ফিরিয়ে আনার ব্যাপারেও কঠোর অবস্থান ব্যক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে জানানো হয়েছে, “খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধা বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার ভেতরে থাকা গুলির অংশটি অপসারণ এবং মস্তিষ্কের জটিলতা নিরসনে এই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন