মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের এক নেতাও রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পঞ্চসার ইউনিয়নের শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর গ্রামের সাকিব (২৬) এবং মালিপাথর গ্রামের তন্ময় (২৫)। গ্রেপ্তারকৃত সীমান্ত পঞ্চসার ইউনিয়নের এ আর ক্লিনিক এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর গ্রামের কানাইবাড়ী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এ সময় সেখানে ডাকাতির উদ্দেশ্যে একদল যুবক দেশীয় অস্ত্রসহ জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার চাপাতি, একটি লোহার শাবল, একটি লোহার রড এবং দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা সীমান্তের বিরুদ্ধে সদর থানায় আগে থেকেই চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “গোপন সংবাদ ভিত্তিতে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত নামে শ্রমিক লীগ নেতা বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।” (উদ্ধৃতি অপরিবর্তনীয়)
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন