আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই নির্বাচনী এলাকার সীমানা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে নতুন করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
আদালতের এই আদেশের ফলে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা আগের মতোই বহাল থাকবে। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
আইনজীবীরা জানান, আদালতের এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সীমানা নিয়ে চলমান জটিলতার অবসান ঘটবে এবং আগের সীমানা অনুযায়ীই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন