ভোলায় মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল ১১টায় শহরে মিছিল বের করে বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে তারা নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন। অন্যদিকে, মহাজন পট্টিতে নিজেরা দলীয় কার্যালয়ের সমাবেশ শেষ করে মিছিল বের করে বিএনপি।
মিছিলকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঘটনায় গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
মন্তব্য করুন