বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে প্রত্যাবর্তন করতে পারেন বলে তিনি আশাবাদী।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা আশা করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।"
তারেক রহমানের দেশে ফেরার কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "খুব শিগগিরই আপনারা নির্ধারিত তারিখ সম্পর্কে জানতে পারবেন। আশা করি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে আসবেন।"
আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন, যা তিনি পূর্বে এক সাক্ষাৎকারেও স্পষ্ট করেছেন। তিনি আরও বলেন, "নির্বাচনের আসন পরে নির্ধারিত হবে। তিনি বাংলাদেশের যেকোনো আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।"
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন।
আলোচনাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের প্রত্যাশা, তিনি নির্বাচনে অংশ নিন।"
মন্তব্য করুন