ইসমাঈল আযহার
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

গত সপ্তাহে এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির প্রবল তাণ্ডব দেখা গেছে। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধস মিলিয়ে এক প্রলয়ঙ্করী পরিস্থিতি তৈরি হয়েছে। 

এই দুর্যোগে এখন পর্যন্ত ৯০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং শত শত মানুষ এখনও নিখোঁজ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় এই তাণ্ডব সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন, নিরাপদ আশ্রয়হীন এবং খাদ্য–পানির সংকটে মানবিক বিপর্যয়ে পড়েছেন। সোমবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এসব তথ্য।

দুর্যোগের মূল কারণ হলো অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত এবং দুটি বিরল ঘূর্ণিঝড়ের আঘাত। মালাক্কা প্রণালীতে গঠিত ট্রপিক্যাল স্টর্ম ‘সেনিয়ার’ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তাণ্ডব চালিয়েছে।

একই সময়ে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আঘাত হানে, যা ভারী বৃষ্টি ও ভূমিধস সৃষ্টি করে এবং ভারতের দক্ষিণ উপকূলে প্রভাব ফেলছে। বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া আরও তীব্র ও ঘনঘন হচ্ছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের জন্য বড় বিপদের কারণ।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থা সবচেয়ে ভয়াবহ। ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে ভূমিধস নেমেছে, নদী উপচে পড়েছে, গ্রাম ও শহর সব তলিয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৪৩৫, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 

আরও ৪০৬ জন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টার দিয়ে খাদ্য ও ওষুধ পাঠানো হচ্ছে। অনেক বাসিন্দা ঘরে কাদা ঢুকে যাওয়ায় সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন। আচেহ প্রদেশের এক বাসিন্দা বলেন, “বন্যার সময় সব কিছু শেষ হয়ে গেল—বাড়ি পর্যন্ত টিকে রইল না।” সরবরাহ পৌঁছানোর আগে কিছু ক্ষুধার্ত মানুষ খাবার-পানি লুট করতে বাধ্য হয়েছেন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও ভয়াবহ পরিস্থিতি। অন্তত ১৬২ জন মারা গেছেন এবং প্রায় ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাট ইয়াই শহরে ৩০০ বছরে একবার ঘটতে পারে এমন ভারী বর্ষণে জলস্তর আট ফুটের বেশি উঠে যায়। অনেক মানুষ বাড়ির দোতলায় বা জানালার ফ্রেমে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকার পর বেঁচে থাকতে পেরেছেন। 

একটি মাতৃসদন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে, যেখানে ৩০টি নবজাতক ছিল। নৌকা ও হেলিকপ্টার দিয়ে খাদ্য, পানি এবং অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। একাধিক দেশের পর্যটকসহ অন্তত দশজনকে উদ্ধার করা হয়েছে। যদিও পানি নামতে শুরু করেছে, তবুও কিছু এলাকা বিদ্যুৎহীন এবং মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

অন্যদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ বিস্তৃত বন্যা ও ভূমিধস ঘটিয়েছে। এতে অন্তত ৩৩৪ জন মারা গেছেন এবং প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ২৫ হাজারের মতো ঘরবাড়ি ধসে গেছে বা ভেসে গেছে। ১ লাখ ৪৭ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। 

সেখানে থাকা পরিবারগুলো খাবার, ওষুধ এবং নিরাপদ পানির জন্য হাহাকার করছে। এক মহিলা বলেন, “কিছুই নেওয়ার সময় পাইনি। শিশুরা অসুস্থ, ওষুধ লাগবে, কিন্তু হাতে কিছু নেই।” 

কলম্বোর আশপাশের নিম্নাঞ্চল এখনো জলে ডুবে আছে। ১৯১ জন এখনও নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্বেচ্ছাসেবীরা মসজিদ, স্কুল ও কমিউনিটি সেন্টারে রান্না করে হাজারো মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন।

মালয়েশিয়ায় ঘূর্ণিঝড় সেনিয়ার স্থলভাগে আঘাত হানলে দুজন মারা গেছেন। ৩৪ হাজার মানুষকে পূর্বেই সরিয়ে নেওয়া হয়েছে। 

পেরলিস রাজ্যের এক ৭৩ বছরের মহিলা বলেন, “জল এত উঁচু ছিল যে মনে হচ্ছিল সমুদ্র আমাদের চারপাশে।” উদ্ধারকারী দল তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়, যেখানে শত শত পরিবার অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে। অনেক বাড়ি এখনো পানির নিচে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়া বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ফিলিপাইনের টাইফুন ‘কোটো’ এবং মালাক্কা প্রণালীর অস্বাভাবিক ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর মিলিত প্রভাবে এই দুর্যোগ আরও তীব্র হয়েছে। 

একই সময়ে ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ডজনখানেক মানুষ মারা গেছে। ফিলিপাইনে মাত্র এক সপ্তাহে দুটি টাইফুন আঘাত হানায় শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং ১৪ লাখের বেশি মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে।

তথ্যসূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

1

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

2

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

3

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

4

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

5

সাভারে পার্কিং করা বাসে আগুন

6

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

7

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

8

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হা

9

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

10

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

11

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

12

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

13

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

14

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

15

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

16

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

17

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

18

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

19

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

20
সর্বশেষ সব খবর