রাজধানীর পল্লবী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অবস্থিত ছয়তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রাখা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে:
৩টি রিভলভার
৭৩ রাউন্ড তাজা কার্তুজ
১টি রিভলভারের কাভার
১টি বড় চাপাতি
২টি ছোট ছুরি
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র গোপনে মজুত করে রেখেছিল। উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো এখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।”
পুলিশের এই অভিযানের ফলে বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন