ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শেষ বিদায়ের প্রস্তুতিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক গভীর শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তাকে দাফনের জন্য বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই স্থান নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই কবির সমাধির সামনে হাদির জন্য নির্ধারিত কবরস্থানটি একনজর দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই আবেগপ্রবণ হয়ে সেখানে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, ওসমান হাদির এই দাফনস্থল ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস রহমান গণমাধ্যমকে বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন জুলাই যোদ্ধা নন, তিনি আমাদের প্রজন্মের সাহস ও প্রতিবাদের প্রতীক। তিনি বিদ্রোহী, তার লাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন হবে। যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে এবং অনুপ্রাণিত হবে। এই জায়গা আমাদের জন্য সাহস, আবেগ ও স্মৃতির অংশ হয়ে থাকবে।”
বিকেল ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ হাদির মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্রোহী কবির পাশেই এই তরুণ বিপ্লবীর দাফন সম্পন্ন করার মধ্য দিয়ে তার সংগ্রামী জীবনের শেষ বিদায় জানানো হবে।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন