কৃষ্ণ সাগর উপকূলের ইউক্রেনীয় বন্দরশহর ওডেসায় রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রুশ বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
ওডেসা ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরে তিনটি বড় বন্দর রয়েছে, যেগুলো ব্যবহার করে ইউক্রেন ইউরোপসহ বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি করে থাকে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এসব বন্দর ও আশপাশের এলাকাকে একাধিকবার লক্ষ্যবস্তু করেছে রাশিয়া।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রুশ বাহিনী ওডেসার পিভদেন্নি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্রতা আরো বেড়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। এর ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনির সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পাশাপাশি মলদোভা ও রোমানিয়ার সঙ্গে সীমান্ত পারাপারও ব্যাহত হয়।
সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন