চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে জেলা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ। তিনি গণমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে রিফাত ও সোহাগ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই রিফাত নিহত হন এবং রাজশাহী নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
এই ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন শহরের শান্তিমোড় ও বিশ্বরোড মোড়ের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ফাঁড়িতে হামলা ও লুটপাট চালায়। এসময় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রায় সাড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে যৌথ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন