দুর্নীতিতে সম্পৃক্ততার গুরুতর অভিযোগে আসাম ক্রিকেট এসোসিয়েশন (এসিএ) চারজন ভারতীয় ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযুক্ত ক্রিকেটাররা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।
তাদের বিরুদ্ধে গুয়াহাটিতে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দাখিল করা হয়েছে। আসাম ক্রিকেট এসোসিয়েশন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চারজন ক্রিকেটার আসাম ক্রিকেটের কোনো পর্যায়ে স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। সাজাপ্রাপ্ত এই চার ক্রিকেটার আসামের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলে থাকেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ হলো—লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচ চলাকালীন সময়ে তারা আসামের কিছু খেলোয়াড়কে ম্যাচে দুর্নীতি করার জন্য প্ররোচিত করেছিলেন। এই ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। যদিও সাজাপ্রাপ্তদের কেউই বর্তমান দলের অংশ ছিলেন না, তবে তারা ঠিক কী ধরনের দুর্নীতির জন্য প্ররোচিত করেছিলেন, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
আসাম ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি শনাতন দাস বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেছেন, “অভিযোগ জানতে পারার পর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটের (আকসু) সহায়তায় তদন্ত করেছে। আসাম ক্রিকেট ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। তারা গুরুতর আচরণবিধি ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।”
মন্তব্য করুন