হারিছ আহমেদ, কিশোরগঞ্জ: আল্লাহর সন্তুষ্টি ও হাজীদের কল্যাণের লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরাঙ্গা বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মুসা হজ কাফেলা-এর আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেরাঙ্গা বাজারে নবনির্মিত এই আঞ্চলিক অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও ব্যবসায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজীদের সেবায় স্বচ্ছতা, আন্তরিকতা ও আস্থার দৃষ্টান্ত স্থাপন করেছে মুসা হজ কাফেলা। তাঁরা আরও বলেন, আগে হজ কাফেলার কার্যক্রম ছিল শহরকেন্দ্রিক; এখন আঞ্চলিক পর্যায়ে অফিস স্থাপনের ফলে গ্রামীণ এলাকায়ও সহজে হজ ও ওমরাহ সংক্রান্ত পরামর্শ, নিবন্ধন এবং সেবা পাওয়া যাবে।
মুসা হজ কাফেলার পরিচালক এম. এ. হুজাইফাহ ভিডিও বার্তায় বলেন, “আমাদের লক্ষ্য হাজীদের সেবা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে কেউ কষ্ট না পায় বরং সহজে আল্লাহর ঘরে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন।”
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও হাজীদের নিরাপদ যাত্রা এবং হজ্ব কবুলের জন্য মোনাজাত করেন।
দোয়া মাহফিল শেষে অতিথিরা নবনির্মিত অফিস ভবন পরিদর্শন করেন এবং হাজীদের সেবায় মুসা হজ কাফেলার এই উদ্যোগকে স্বাগত জানান।
মন্তব্য করুন