কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় জেলা পরিষদ সংলগ্ন স্থানে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখেই মাস্ক এবং মাথায় হেলমেট পরা ছিল। মিছিল শেষে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা "অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না", "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" এবং "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন গণমাধ্যমকে জানান, "আগামী ১৩ নভেম্বর থেকে আমরা লকডাউন কর্মসূচি পালন করব।"
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সতাল এলাকা থেকে পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, "আজ সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সতাল এলাকায় ঝটিকা মিছিল করে এবং পরে ফেসবুকে ভিডিও প্রকাশ করে। বিকেল তিনটার দিকে পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।"
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন