দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। আজ (বুধবার) সকালে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে প্রতিবারই শীতের প্রকোপ কিছুটা আগে শুরু হয়। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সকালবেলা কাজে বের হতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
স্থানীয়রা শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে শুরু করেছেন। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরের হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন