জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যৌতুকের অর্থ না পেয়ে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় স্ত্রী সালেহা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের উড়াডি গ্রামে বুধবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালেহার স্বামী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের অর্থ দাবি করে স্ত্রী সালেহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত বুধবার পারিবারিক কলহের এক পর্যায়ে রফিকুল সালেহার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর সালেহাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, সালেহার সারা শরীরে মারাত্মক পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছে।
যৌতুক এবং নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন