পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিন বোদা উপজেলার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে "Winter Awarness Programme " এর আওতায় পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ই আগস্ট) বোদা উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে দুইশত শিক্ষার্থীকে সাথে নিয়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ইব্রাহিম চৌধুরী, বিডি ক্লিন পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ কামু,বিডি ক্লিন বোদা উপজেলা সমন্বয়ক বরকত -ই-এলাহি হিমু সহ বিডি ক্লিনের সকল সমন্বয়ক, মডারেটর ও সদস্যরা।
পরিচ্ছন্নতা ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা শপথ পাঠ করিয়ে পরিচ্ছন্ন থাকার অঙ্গিকার করান বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক।
এসময়ে শিক্ষার্থীদের সবসময়ই পরিচ্ছন্ন থাকতে ও নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলতে উৎসাহিত করে বিদ্যালয়ের শিক্ষক মকছেদ আলী বলেন ' এই এলাকা, এই দেশ আমাদেরই, আমাদেরকেই এগুলো পরিচ্ছন্ন রাখতে হবে। সুস্থ থাকতে হলে পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।
সংক্ষিপ্ত আলোচনা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গন পরিচ্ছন্ন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে বিডি ক্লিন বোদা এর উপজেলা সমন্বয়ক বরকত ই এলাহি হিমু বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মানে আমরা এ প্রোগ্রাম হাতে নিয়েছি। পরিচ্ছন্ন বোদা উপজেলা গড়তে আমাদের এ উদ্যোগ অবহ্যাত থাকবে।
মন্তব্য করুন